
শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামের মাঝি বাড়ির সামনে মুখোমুখি সংর্ঘষে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি ২৩ দিনেও সরানো হয়নি।
সড়কের উপর ট্রাক দুটি পরে থাকায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে সড়কের ক্ষতির পাশাপাশি যে কোন সময় বড় ধরণে দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। তাদের মতে ট্রাকের মালিক ও প্রশাসন কেউই বিষয়টি নিয়ে মাথা না ঘামানোর কারণে ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও সড়কের উপর থেকে ট্রাক ২টি সরানো হচ্ছেনা। ফলে আতংকে সময় কাটে সড়কের উত্তর পাশের ফরাজি বাড়ির মানুষদের।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, এত দিনেও সড়কের উপর থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ২টি না সরানো দুঃখ জনক। আমি থানার সাথে আলাপ করে ট্রাক সরানোর পদক্ষেপ নিচ্ছি।