
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৩ সেপ্টেম্বর বুধবার ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে রির্টানিং অফিসার মোঃ আবদুর রশিদ এর হাতে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করেছেন যারা তারা হলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, (আওয়ামিলীগ), শরীয়তপুর জেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি আবু হানিফ (বিএনপি), মহিষার ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক হাজি অরুন অর রশীদ হাওলাদার (বিদ্রোহী আওয়ামীলীগ), সাবেক ছাত্রলীগ নেতা আবু আলম মৃধা (বিদ্রোহী আওয়ামীলীগ)। মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম সিকদার এর মৃত্যুতে আগামী ২০ অক্টোবর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হবে।