
ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিসার ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও সাজনপুর বাজার বনিক সমিতির সভাপতি হাজী অরুণ অর রশীদ হাওলাদার মনোনয়নপত্র দাখিল করেছে।
২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানি অফিসার আবদুর রশিদ এর হাতে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগ সদস্য হাজি দেলোয়ার হোসেন বাবুল খান, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজী ফিরোজ হোসেন খান, মহিষার ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সদস্য সরদার শরীয়ত উল্লাহ তোতা, প্রার্থী ভাই নুরুল ইসলাম হাওলাদার।