
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রেন্ডশিপ প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ছয়গাঁওবাসীর সহযোগিতায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মঙ্গলবার বিকাল ৫টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন সাজনপুর ধুমকেতু ক্রীড়াচক্রের বিপক্ষে অবস্থান নেয় ভেদরগঞ্জ ফুটবল একাডেমী। খেলা পরিচালনা করেন সেন্টু, সজিব ও বাপ্পি। খেলার প্রথমার্ধে সাজনপুর ধুমকেতু ক্রিড়াচক্রের পক্ষে নীরব একটি গোল করে দলকে বিজয়ের দিকে এগিয়ে নিয় যায়। বুধবার ছয়গাঁও ফুটবল একাডেমীর বিপক্ষে খেলবে ডিএমখালী ফুটবল একাদশ।
আয়োজক কমিটি জানায়, করোনা মহামারীকালে খেলাধুলা ছেড়ে ক্রীড়া প্রিয় লোকজন ঘরমুখী হয়ে যায়। এই টুর্নামেন্টের মাধ্যমে ঘরমুখী মানুষদের মাঠমুখী করতে আমাদের এই আয়োজন।