সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিই একমাত্র ভরসা

ভেদরগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। ছবি-দৈনিক হুংকার।

—————–উপজেলা পরিষদ চেয়ারম্যান ভেদরগঞ্জ
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর পরে আমাদের দেশে বন্যার প্রভাবে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার জন্য আমাদের কৃষিই একমাত্র ভরসা। বাংলাদেশের কৃষির কারণে আমাদের দেশ আজ খাদ্যে সয়ং সম্পন্ন। আমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ৭ কোটি মানুষের জন্য খাদ্য আমদানী করতে আমাদের হিমশিম ক্ষেতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে একই সমান জমির দেশে বাড়তি জনসংখ্যার ফলেও দেশের আজ খাদ্যে সয়ং সম্পন্ন। আমাদের দেশের চাউল রপ্তানীর প্রক্রিয়া চলছে। এটা সম্ভব হয়েছে কৃষি প্রযুক্তির আধুনিকায়ন আর নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে। সরকারি ভেদরগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাইয়ুম পাইক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মতিন সরকার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সিকদার।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রেখে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলাস্থলে এসে ফিতা কেটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।