শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

ভেদরগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে। দিবসটি পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, জাতীয পতাকা অর্ধনমিত করণ, কালো পতাক উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। করোনা দূর্যোগের কারণে শোক র‌্যালি করা হয়নি।
১৫ আগস্ট শনিবার সকাল ৮টায় ভেদরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে পুষ্পার্ঘ প্রদান করেন। এর পরপর ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, এরপর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেন, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, আজকের এ বেদনাবিধুর দিনে আমরা স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।