
করোনা দূর্যোগে গৃহবন্দী অসহায ৬ শ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে লার্কাতা ফাউন্ডেশন ।
১৮ ও ১৯এপ্রিল নিরাপদ দূরত্ব বজায় রেখে দৃষ্ট নন্দন লার্কাতা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদদগাঁহ মাঠ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল,৫ কেজি আলু,২কেজি মুশুর ডাল,২কেজি পিয়াজ,২ কেজি তেল, ২কেজি চিনি,১ কেজি ছোলা,১ কেজি লবন,১ কেজি চিড়া ও ২ টি করে সাবান।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মামুন,সদস্য শাহীন ভুইয়া, সমাজ সেবক মাসুদুর রহমান মজুমদার,লার্কাতা ফাউন্ডেশনের পরিচালক মহিবল সাজ্জাদ রোমান সিকদার,সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সিকদার, সদস্য সেকান্দার আলী শিকদার, পায়েল সিকদার,,কাজী নিলীম হোসেন,আনোয়ার হোসেন,হুমায়ুন কুদ্দুস সিকদার,জহির রায়হান সিকদার,রুহুল আমীন সিকদার।