বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ঈদুল আজহায় ফেরীঘাটে কোন রকম চাঁদাবাজী বরদাস্ত করা হবেনা: পুলিশ সুপার

ঈদুল আজহায় ফেরীঘাটে কোন রকম চাঁদাবাজী বরদাস্ত করা হবেনা: পুলিশ সুপার

শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম আশরাফুজ্জামান বলেছেন, আসন্ন ঈদুল আজহায় কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবেনা। বিশেষ করে আমাদের জেলার ভেদরগঞ্জ উপজেলার নরসিংহ ফেরী ঘাটে এসময় চাঁদাবাজি হয় বলে অভিযোগ রয়েছে। আমি এবার অভিযোগ পেলে কাউকেই ছাড় দিবনা। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা মুজিব বর্ষে দেশকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ পুলিশ সে লক্ষে কাজ করে যাচ্ছে।

২৬ জুলাই রবিবার রাত ১০ টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন নরসিংহপুর আলুর বাজার ফেরীঘাট এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন কালে সকল যানবাহনের চালক, সুপারভাইজার সহকারি সহ ফেরীঘাটের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ফেরীঘাট এলাকায় সকল জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।

এ সময় পুলিশ সুপার বলেন পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে কেউ কোন গাড়ি থেকে চাঁদা আদায় করতে পারবে না। আর যদি কেউ কোন কারনে বা কোনভাবে করো কাছে চাঁদা দাবি করে তাহলে আমাকে জানান তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। আপনারা কাউকে চাঁদা দিবেন না, কেউ চাঁদা চাইলে আমাকে কল করবেন এই বলে তিনি উপস্থিত সকলকে তার মোবাইল নাম্বার দেন। এছাড়া সকলকে সার্বিকভাবে সচেতন থাকার আহবান জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুর ইসলাম,সখিপুর থানার অফিসার ইনচার্জ এনামুল হক, জেলা পুলিশের যানবাহ শাখা পরির্দশক শামীম ছরোয়ার, ফেরী ঘাট ম্যানেজার মোঃ মোমেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকরত কর্মচারী গন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।