বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভেদরগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি প্রজেক্টের মোড় থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভেদরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ভেদরগঞ্জ সার্কেল আমিনুল ইসলাম ও ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলামের তথ্যের ভিত্তিতে এস আই চান মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মতিন নগর ৫ নং পাঁচতবি গ্রামের মোহাম্মদ রহমত আলীর ছেলে মোঃ মিজান মিয়া (৩১) ও শরীয়তপুর জেলার পালং থানার কাকদি গ্রামের মৃত হাসেম খন্দকারের ছেলে মোঃ কবির খন্দকার (২৮)।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, চাঁদপুর-শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাট থেকে সিএনজি দিয়ে গাঁজার একটি বড় চালান ভেদরগঞ্জে আসছিল। এ সংবাদ পেয়ে ভেদরগঞ্জ থানা টহল পুলিশের দল রামভদ্রপুর মহিষ কান্দি মানিক হাওলাদারের প্রজেক্টে মোড় থেকে ভোর রাতে তাদের আটক করে। পরে তাদের সাথে থাকা লটো স্কুল ব্যাগে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে শরীয়তপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।