
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ব্যাপি ১ কোটি বৃক্ষরোপনের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলা কৃষক লীগ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে।
জাতীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এম পি এবং শরীয়তপুর -৩ আসনের মাননীয় এম পি নাহিম রাজ্জাকের অনুপ্রেরণায়, ভেদরগঞ্জ উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
১৭ জুলাই শুক্রবার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাংলাবাজার মাঠ ও মহিষার ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে বৃক্ষরোপনের মাঝ দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় শরীয়তপুর জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক সোয়েব আকন্দ, শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগ সদস্য হাজি পিরোজ খান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান,মহিষার ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক সেকান্দার আলী খান, সমাজ সেবক আলী আকব খান।