
শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৫টায় চরফিলিজ জয়নব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাবিল আহমেদ বালার সভাপতিত্বে ও সদস্য বাবু মাদবরের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আসাদুজ্জামান খোকন বেপারী। প্রধান অতিথি ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইদ্রিস আলী মাদবর, সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা জিন্না বালা, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, নাসির সরদার, খান জাহান আলী মৃধা, প্রচার সম্পাদক আইয়ুব খান বালা, সদস্য সলিমুল্লাহ গাজী, বিবি হাওয়া, সদস্য ও আরশিগর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল মালত।
প্রধান বক্তা ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ওয়াসিম বেপারী। বিশেষ বক্তা ছিলেন, সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক রাজু সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সিপন সিকদার প্রমূখ।
বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল বালা, নাজমুল আহসান সরদার, শাকিল আহমেদ সিং প্রমূখ।
এসময় স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা সম্মেলন সফল করেন।
এসময় বক্তারা বলেন, যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, এদেশের মানুষ সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও ক্ষমতায় আনবেন। আর শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যহত রাখতে পানি সম্পদ উপমন্ত্রী জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র বিকল্প নাই। তাই জননেত্রী শেখ হাসিনা ও জননেতা এনামুল হক শামীমের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।