বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শণ ও মতবিনিময়

ভেদরগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান দিনভর ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কয়েকটি দপ্তর পরিদর্শণ ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
সোমবার (২২ মে) তিনি পুর্বনির্ধারিত সূচী অনুযায়ী উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ, সখিপুর ‘ক’ ভূমি অফিস, ভেদরগঞ্জ পৌরসভা, রামভদ্রপুর আশ্রয়ণ প্রকল্প পরির্দশন ও আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বেলা ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির, সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বীর মুত্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ, কাউন্সিলর, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।