বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে জেলেদের মাঝে ছাগল বিতরণ

ভেদরগঞ্জে জেলেদের মাঝে ছাগল বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ছবি-দৈনিক হুংকার।

সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে ছাগল, ছাগলের ঘর, খাদ্য ও ঔষুধ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মোঃ ইউসুফ হোসেনসহ সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন। এ পর্বের বিতরণ অনুষ্ঠানে ২০ জন জেলের মাঝে জনপ্রতি দুইটি করে ছাগল, এক বস্তা ছাগলের খাবার ও একটি করে ছাগলের খোঁয়ার ও ঔষুধ বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই, জাটকা ইলিশ রক্ষা মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন। এ উপকরণ যেন সত্যিকারের সঠিক জেলেরা পায় তার দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য মৎস্য অফিসারদের প্রতি আহবান জানান।
তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, ইলিশ সম্পদের পাশাপাশি দেশীয় মাছ ও শামুক সংরক্ষণের জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তার সঠিক ব্যবহার করে আপনারা দেশীয় মাছ ও ইলিশ সম্পদ উন্নয়নে ভুমিকা রাখবেন। যারা সরকারি বিধান অমান্য করে জাটকা ধরবে বা দেশীয় মাছ নির্বিচারে ধ্বংস করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ নিব।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।