
বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ২৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৪ মে) রাত ৯ টা ৫০ মিনিটে এ রুটে রো রো ফেরি গোলাম মাওলা দিয়ে ফেরি পারাপার শুরু হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে শনিবার (১৩ মে) রাত ৮ টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোখার কারণে দেওয়া ৮ ও ১০ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেওয়ায় শরীয়তপুর- চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রথম ফেরিটি ১৬ টি ট্রাক ও একটি বাসসহ ৩০ জন যাত্রী নিয়ে চাদঁপুর হরিনাঘাটের উদ্দেশ্য রওনা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, যেহেতু আবহাওয়া অফিস ৮ ও ১০ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে, তাই বলা যায় এখন কোনো বিপদ সংকেত নেই। এজন্য এ রুটে ফেরি চলাচল শুরু করেছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।