বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ক্যান্সারে মৃত্যুবরণকারি লিটনের পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ক্যান্সারে মুত্যুবরণকারি লিটনের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দিচ্ছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ছবি-দৈনিক হুংকার।

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারি লিটন বেপারীর অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। রবিবার দুপুরে নিজ কার্যালয় থেকে মরহুমের স্ত্রী হাসিনা বেগমের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিমসহ নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের উপজেলার উত্তর তারাবুনিয়া মাঝিকান্দি গ্রামের হাসিনা বেগমের স্বামী লিটন বেপারী ছোট ছোট ৩টি সন্তান রেখে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে রমজান মাসে ইন্তেকাল করেন। আমি স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম স্যারের সাথে যোগাযোগ করি। তিনি প্রাথমিক ভাবে উপজেলা পরিষদ থেকে সম্ভব সহায়তার নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা মহোদ্বয়ে পরামর্শে প্রাথমিক ভাবে ৭ হাজার টাকা আর্থিক সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।