বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে ভেদরগঞ্জের সকল আশ্রয়নে বীজ-সার বিতরণ

ভেদরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বীজ-সার বিতরণ করছেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম। ছবি-দৈনিক হুংকার।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ভেদরগঞ্জ উপজেলার ৮টি আশ্রয়ণে ৫০ টি বিভিন্ন মৌসুমী ফলের চারা, ২৪ প্রকারের ১২০ প্যাকেট শাক-সবজির বীজ, ৫টি করে নেট, ৫টি করে ঝাঝরী, ৫ টি করে বীজ সংরক্ষণ পাত্র এবং প্রয়োজনীয় জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
শনিবার (৬ মে) প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে গিয়ে তালিকাভূক্ত সুবিধা ভোগীদের হাতে সম্পুর্ণ বিনামূল্যে বীজ, সার ও উপকরণ গুলো তুলে দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তানবীন হাসান শুভ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু হানিফ, উপসহকারি কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, কায়সার আহম্মেদ রানা, মনিরুজ্জামান মিলন, আব্দুল কাহার আল অমিনসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগণ ও কৃষক কৃষানী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য তার পক্ষ থেকে উপহার বিভিন্ন প্রকারের ফলের চারা, বিভিন্ন প্রকারের শাক-সবজির বীজ, নেট, ঝাঝরি, জৈব ও রাসায়নিক সার এবং বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেছি।
এর আগে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার অন্যান্য কৃষকদের মাঝে অত্র প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য বরাদ্দকৃত উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।