
ভেদরগঞ্জে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হাজী আব্দুল মান্নান হাওলাদার।
বুধবার সকাল ০৯ টায় হাজী আব্দুল মান্নান হাওলাদারের বাড়ী থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার জনের মাঝে ঈদ সামগ্রী ৪শতাধিক লোকের মাঝে দুই শত টাকা করে বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, চিনি, চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও আলু।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার এর সভাপতিত্ব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন । এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তাহের হাওলাদার, দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সফি, সাবেক কমিশনার হালিম তালুকদার, ভেদরগঞ্জ পৌরসভা ৮ নং ওয়ার্ডের কমিশনার শহীদ হাওলাদার, ফারুক হাওলাদার।
ঈদ সামগ্রী বিতরণকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। হাজী আব্দুল মান্নান হাওলাদারের লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। হাজী আব্দুল মান্নান হাওলাদারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।