বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

ভেদরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ছবি-দৈনিক হুংকার।

দ্বিতীয় দফায় ভেদরগঞ্জ উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪) প্রকল্পের মাধ্যমে এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সোবহান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন, মসিউল আজম। প্রধান শিক্ষক মাস্টার সালাহ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক সুজল।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ইতোমধ্যে দেশের প্রত্যক উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ পাঠানো হয়েছে। আমরা আমাদের উপজেলার ৯ ইউনিয়নে ইতিমধ্যেই মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী মহোদ্বয়ের হাত দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছি। ল্যাপটপ পাওয়ার ফলে প্রাথমিক শিক্ষার গুনগত মনোন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং পাঠদান প্রক্রিয়াকে তরান্বিত করবে। এপর্যন্ত উপজেলার ১৫০টি বিদ্যালয়েই ল্যাপটপ বিতরণ করা হলো।
এ জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীয় শেখ হাসিনা, মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এর নিকট কৃতজ্ঞ।
তিনি বলেন, ল্যাপটপ বিতরণের ফলে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রত্যেক বিদ্যালয়ে দুইজন করে শিক্ষককে আইসিটির উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় চলে আসবে। সরকারের যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের টার্গেট রয়েছে, আজকের শিক্ষার্থীরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়বে। এ ক্ষেত্রে এসব ল্যাপটপ সহায়ক ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সোবাহান মুন্সী বলেন, বিদ্যালয় গুলোতে ল্যাপটপ প্রাপ্তির ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা তথ্য আপডেটের সাথে সম্পৃক্ত থেকে লেখাপড়ার পাশাপাশি নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে। আজ আমাদের ৪০ বিদ্যাালয়ের বিতরণের মধ্য দিয়ে উপজেলার সব কয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সম্পন্ন করা হলো।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।