
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে বিকল্প কর্ম সংস্থান তৈরির লক্ষ্যে অসহায় দরিদ্র ১৭ জন জেলেদের মাঝে ১টি করে মোট ১৭ টি বকনা বাছুর বিতরণ করা হয়।
ইলিশ মাছ আহরণকারী উপজেলার ডিএমখালি, সখিপুর, চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, চরসেন্সাস, আর্শিনগর, চরকুমারিয়া ও রামভদ্রপুর ইউনিয়নের ১৭ জন বাছাই করা জাটকা জেলেকে এ বকনা বাছুর প্রদান করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, সরকার জাটকা সংরক্ষণ মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখার লক্ষ্যে, বিকল্প কর্ম সংস্থান তৈরির জন্য উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম করা হয়।
সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়ক সহকারি মৎস্য অফিসার মোঃ আব্দুল্লার আল মাহামুদ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে ভাবেন বলেই, জাটকা ইলিশ রক্ষা মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন। সঠিক জেলে যেন বাছুর পায় এবং সঠিক ভাবে লালন পালন করে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, ইলিশ সম্পদ রক্ষার জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তার সঠিক ব্যবহার করে আপনারা ইলিশ সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবেন। যারা সরকারি বিধান অমান্য করে জাটকা ধরবেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ নিব। আর মনে রাখবেন এ গরু দেয়া হচ্ছে আপনার ভাগ্য উন্নয়নের জন্য কোন ভাবেই বিক্রি করা যাবেনা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।