
প্রধানমন্ত্রীর আহবানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ভেদরগঞ্জে মহিষার ইউনিয়নের ২১ নং পম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উদ্যোগে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুরে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভার:) মোঃ জাকির হোসেন। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সনজিৎ কুমার বারুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার তোফায়েল হোসেন মাতুব্বর, অর্থদাতা বড়ভাই বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সরদার আরিফ উল্লাহ দুলাল, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম খান, সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি ফিরোজ হোসেন খান, দাতা পরিবারের সদস্য আনিসুর রহমান স্বপন সরদার, সাবেক মেম্বার তোতা সরদার, বর্তমান মেম্বার তোফায়েল আহম্মেদ লালন খান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর মান্নান জানান, স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গের সহায়তায় প্রাথমিক বিদ্যালয় নির্মানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে এ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র জার্মান প্রবাসী ওয়াহিদুরজ্জামান সরদার সম্পুর্ন নিজের অর্থে শহীদ মিনার নির্মান করে দিচ্ছেন। আর এ অবদানের জন্য সার্বিক সহায়তা করেছেন আমার শিক্ষক ও এমএ রেজা কলেজের সাবেক অধ্যক্ষ সরদার আরিফ উল্লাহ দুলাল।
দাতার বড়ভাই এমএ রেজা কলেজের সাবেক অধ্যক্ষ সরদার আরিফ উল্লাহ দুলাল বলেন, আমার পিতা মরহুম আমির হোসেন সরদার ছিলেন মহিষার ইউনিয়ন বোর্ডে প্রেসিডেন্ট। তিনি ও তার ভাইয়েরা আমাদের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান করে গেছেন। আমি যখন শুনলাম আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নিমৃানের জন্য প্রশাসন থেকে আহবান জানানো হয়েছে। তার প্রতি সারা দিয়ে আমাদের ছোটভাই জার্মান প্রবাসী ওয়াহিদুরজ্জামান সরদার এর অর্থায়নে শহীদ মিনারটি নির্মান করে দিচ্ছি।
প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন, আমাদের আহবানে সারা দিয়ে ওয়াহিদুরজ্জামান সরদার এগিয়ে এসেছেন। এমনী ভাবে অন্যান্য বিদ্যালয়ের পাশের সামর্থবানরা এগিয়ে এলে আমাদের সকল বিদ্যালয়ে দ্রুতই শহীদ মিনার তৈরী হয়ে যাবে। তাদের এ উদ্যোগের জন্য প্রশাসন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী কৃতজ্ঞ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।