শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে পোষাক বিতরণ

ভেদরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে পোষাক বিতরণ করছেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে পোষাক ও জুতো বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী বিকেলে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার ১৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ পোষাক ও জুতো বিতরণ করা হয়।
উপজেলার সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সহযোগিতায় ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, সরকার ও ইউনিয়ন পরিষদের সব তথ্য গ্রামে গ্রামে দ্রæত পৌঁছে গ্রাম পুলিশ। বর্তমানে সরকার সকল পেশার সাথে গ্রাম পুলিশের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর আন্তরিক ইচ্ছায় গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি সহ উন্নত মানের পোষাক, জুতো ও এর পূর্বে বাইসাইকেল দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।