
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২০ কেজি জাটকা ইলিশ জব্দ ও ৪ জনকে অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রæয়ারী) সকালে ভেদরগঞ্জ বাজারে অভিযান চালায় মৎস্য কর্মকর্তারা।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে, উপজেলা মৎস্য অফিস থানা পুলিশের সহায়তায় ভেদরগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মাছ বিক্রেতার কাছ থেকে মোট ১১০ কেজি জাটকা জব্দ করে। এর পূর্বে উপজেলার আর্শিনগর থেকে পরিবহনের সময় ২৫০ কেজি ও ডিএম খালি থেকে ১৬০ কেজি পরিমান জাটকা জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ ইমামুল হাফিজ নাদিম এর নেতৃত্বে পৃথক ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ১৮৮ ধারায় আটককৃত ২ অটো চালক ও তাদের ২ সহযোগিসহ ৪ জনকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড দেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের উপজেলার কাঁচিকাটা থেকে আর্শিনগর পর্যন্ত পদ্মা মেঘনায় ইলিশ বিচরণ করে। আমরা জেলেদের নিষিদ্ধ সময় জাটকা না ধরার জন্য সচেতন করছি। সরকার এ সময় তাদের খাদ্য সহায়তা প্রদান দিচ্ছে। এর পরেও জাটকা ধরলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।