
সখিপুর হাজী শরীয়ত উল্যাহ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের চেয়ারম্যান ও সখিপুর উপজেলা প্রতিষ্ঠা আন্দোলনের প্রথম সারির নেতা আলহাজ্ব আজমল হোসেন বেপারী আর নেই।
২০ জুন শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর নদীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-ওয়া ইন্নাইলাহির রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ কন্যা, জামাতা সহ বহু আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। আজন্ম মুজিব আদর্শের সৈনিক হিসেবে তিনি এলাকার গরীব দুঃখি মানুষের একান্ত আপনজন হিসেবে পরিচিত ছিলেন। ৫ ভাইয়ের মধ্যে তৃতীয় আজমল বেপারীকে তার ভাইয়েরা এলাকার মানুষের জন্য গ্রামে রেখেছিলেন। তিনিও পিতা মরহুম আব্দুর রশিদ বেপারীর ন্যায় মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত গরীব দুঃখি মানুষের কল্যানে কাজ করে গেছেন।
মরহুমের মৃতুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেস ক্লাব সভাপতি অনল কুমার দে, সখিপুর থানা আওয়ামীলীগ সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাদ মাগরিফ জানাযা নামাজের পর পিতা-মাতার কবরের পাশে পারিবারিক গোরস্তানে অন্তিম শয়নে শায়িত করা হবে।