
শরীয়তপুর ভেদরগঞ্জে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২০০ জন কৃষক এ সেমিনারে অংশ নেয়।
মঙ্গলবার (২১ জুন) বেলা ১২ টায় উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ গোলাম রাসূল। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাসার চোকদার, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) ফাতেমা ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কৃষক সহ প্রমূখ।
কৃষকরা প্রাকৃতিক পরিবেশ বুঝে ফসল ফলানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত যাবতীয় কাজ যেন সম্পাদন করতে পারেন, সেজন্য কিছু দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ গোলাম রাসূল।
উপজলা কৃষি অফিসার (কৃষিবিদ) ফাতেমা ইসলাম বলেন, জেলায় সর্বোচ্চ ফসল উৎপাদন করে ব্যাপক সফলতা অর্জন করেছে এ উপজেলা। এর মধ্যে আছে ধান, পাটসহ বিভিন্ন তেল, ডাল ও মসলা জাতীয় ফসল। এই ধারা অব্যাহত রাখতে যা যা করণীয় তার সব করবে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।