
শরীয়তপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে টেকসই ফসল উৎপাদন নিশ্চিতকরণে আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে ১৪ জুন মঙ্গলবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ গোলাম রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, মাদারীপুর জেলার জেলা বীজ প্রত্যায়ন অফিসার মোঃ জাহিদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ অফিসার সুবোধ কুমার দাস, শরীয়তপুর জেলা মৎস্য অফিসার, মাদারীপুর আবহাওয়া স্টেশনের আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান। আবহাওয়া বিষয়ক কারিগরি সেশন উপস্থাপন করেন জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসন ও বিএআরআই মাদারীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ড।
সভায় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ বলেন, টেকসই ও উন্নত ফসল উৎপাদন এবং আবহাওয়াগত সৃষ্ট বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ নানা কারণে ফসলের ক্ষয়ক্ষতি হ্রাস করতে কৃষক সহ অংশীজনদের সচেতনতা সৃষ্টিতে সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কৃষক কৃষাণীদের নিয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য বিস্তার শীর্ষক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, কৃষকদের নিকট দ্রুত, নির্ভরযোগ্য, সময়োপযোগী আবহাওয়া তথ্য প্রদানের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে নানা কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে আজকের সেমিনারে। সেই সাথে বর্তমান সরকারের কৃষি উন্নয়নে আবহাওয়া প্রকল্পের ভূমিকা এবং আরো গ্রহণ যোগ্য উপায়ে আগাম সতর্কসংকেত জানানোর পাশাপাশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করে কৃষক সহ মানুষের জানমাল নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবাইকে আহবান জানান।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।