রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৪৪ হিজরি
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সখিপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু

চরসেন্সাস ইউনিয়নে বিট পুলিশি কার্যালয় উদ্বোধন করছেন সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। ছবি- দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার প্রবেশ দোয়ার ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ১৬ জুন দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিট পুলিশিং এর অফিস কক্ষ উদ্বোধন করেন সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। চরসেন্সাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস আই শীব শংকর, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ বালা, সাধারণ সম্পাদক মফিজ মাদবর ও সখিপুর থানা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ সরদার। এসময় উপস্থিত ছিলেন পুলিশের এএসআই নাজমুল ইসলাম, আমির হোসেন সহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিট পুলিশিং এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সখিপুর থানা অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য জেলার পূর্ব প্রান্তের চরসেন্সাস ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।
স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে পুলিশ সার্ভিস রূপে গঠন করার স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ হতে চলছে। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক ড. বেনজির আহমেদ এর চিন্তার ফসল বিট পুলিশিং কার্যক্রম বিভিন্ন স্থানে সাফল্য বয়ে এনেছে। তারই নির্দেশে ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুবুর রহমান ও আমাদের পুলিশ সুপার এস.এম আশাফুজ্জামান স্যারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা ভেদরগঞ্জ উপজেলায় প্রথম বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।
এর পূর্বে কমিউনিটি পুলিশিং সেবা চালু হয়েছে। আজ থেকে আমাদের উপজেলায় বিট পুলিশিং সেবা চালু হল। এখন এ এলাকার মানুষকে পুলিশি সেবা পেতে কষ্ট করে ১১ কিলোমিটার দুরে থানায় যেতে হবে না। চরসেন্সাস ইউনিয়নে বিট পুলিশ সেবা পাবেন। এখানে বিট পুলিশ অফিসে একজন পুলিশ অফিসার সপ্তাহের ৫দিন বসবে। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবে। এতে পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে।
তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগনের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।