
“শুদ্ধাচার চর্চার মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণকর্মচারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিমাসে এক বা একাধিক ‘মাস সেরা গণকর্মচারী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান প্রশাসনে কর্মরত গণকর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে”।
এই বিশ্বাসকে উপজীব্য করে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর নির্দেশনায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন মার্চ মাসের জন্য ২ জন সেরা গণকর্মচারীকে তাদের কর্মতৎপরতার মূল্যায়ন করে সেরা কর্মচারী নির্বাচন করেছে।
সোমবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ তার কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের ফুল ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধিত করে। এ সময় শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাফিউল মাজলুবিন রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও সংবর্ধিতরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, শৃঙ্খলাবোধ, উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও সেবা গ্রহীতার সঙ্গে আচরণ বিবেচনায় আমরা এ মাসে মোঃ রাসেল মিয়া, সার্টিফিকেট সহকারী, উপজেলা ভূমি অফিস ও ওমর আলী কাজী, ফটোকপি অপারেটর, ইউএনও অফিসকে মার্চ-২০২২ সেরা গণকর্মচারী-নির্বাচন করেছি।
আমাদের বিশ্বাস এ স্বীকৃতি তাদের করবে আরও উদ্যোগী, উৎসাহী। অন্যদের দেবে অফুরন্ত অনুপ্রেরণা। ফলে গণকর্মচারীদের মধ্যে গড়ে উঠবে সুস্থ প্রতিযোগিতা, যা পুরো প্রশাসনকে করবে জনকল্যাণমুখী, জনবান্ধব ও উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগামী অভিযাত্রী।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।