
সিআইজি কৃষক/ কৃষাণী প্রশিক্ষণের বক্তারা বলেছেন আগামী ২০২১ সালের মধ্যে ফসলের উৎপাদন শীলতা দ্বিগুন করতে না পারলে পৃথিবীর বহু মানুষ না খেয়ে মারা যাবে। আমাদের বাংলাদেশের খাদ্য উৎপাদনশীলতা দ্বিগুন করার জন্য কাজ করছে কৃষি বিভাগ।
১০ জুন বুধবার দুপুরে ছয়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মীর মামুনের বাড়ির আঙ্গিনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান মীর মামুনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রতন কুমার ঘোষ। উপসহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মেহেদী হাসান,কৃষক জাহাঙ্গিগীর হেসেন।
২০১৯-২০ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ-২ প্রজেক্ট ( এনএটিপি-২) এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ধান,গম,ভুট্টা সহ উচ্চ মূল্যের ফসল উৎপাদনে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।