সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে গাছ চাপায় মুক্তিযোদ্ধার করুন মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারী, ছবিঃ দৈনিক হুংকার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গাছ চাপা পরে মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কাজী(৭৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার পাপরাইল- বুড়িহাট কাঁচাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কাজী ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের মৃতঃ হাজি শমসের কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, স্থানীয় সোহাগ পেয়াদা ও তার ভাগিনা মামুন রাস্তার পাশের সরকারী গাছ অবৈধভাবে কাটছিলো। এসময় মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কাজী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গাছের নিচে চাপা পরেন। এতে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নিহতের ছোটমেয়ে শিক্ষক আরজু জানান, বাবা দুপুরে খাবার খেয়ে বুড়িহাট যাবার সময় রাস্তায় গাছ চাপা পরে। আমরা সংবাদ শোনার পর দৌড়ে গিয়ে দেখি আমার বাবা আর নেই।

ছয়গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মামুন বলেন, স্থানীয় সোহাগ পেয়াদা ও তার ভাগিনা মামুন রাস্তার সরকারী গাছ কাটার সময় ঐ গাছের চাপা পরে বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ কাজীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি সংবাদ পেয়ে আমি উর্ধত কর্তৃপক্ষকে জানিয়েছি। ওসি ভেদরগঞ্জ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়না তদন্তেরর জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছ।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা লতিফ কাজি গাছ চাপা পরে মারা ঘটনা স্থলেই মারা গেছে। পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এখনো কোন মামলা হয়নি। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। নিহতের ময়না তদন্তের পরে তাকে রার্ষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।