
পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে সস্ত্রীক এ টিকা নেন তিনি।
এ সময় মন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য দ্রুত টিকার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী।