সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

চট্টগ্রামের সাতকানিয়ায় বালু জব্দ, নিলামে বিক্রি

চট্টগ্রামের সাতকানিয়ায় বালু জব্দ করছেন প্রশাসন। ছবি-দৈনিক হুংকার।

চট্টগ্রামের সাতকানিয়ায় চার লাখ ঘনফুট বালু জব্দ করে নিলামে ৯ নয় লক্ষ টাকায় বিক্রি করেছে প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি আসছে একটি চক্র। অভিযোগ পেয়ে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ও লোহাগাড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে ছদাহা সারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ছাফুরা খালের ৯টি স্থান থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তুপ করে রাখা চার লাখ ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত বালু ৯ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।