রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৪৪ হিজরি
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ইতালি পুলিশের সঙ্গে বাংলাদেশি তরুণীর অসম প্রেম, অতঃপর বিয়ে

বিয়ের আসরে বাঙ্গালী কন্যা ইতালির বর।

ভালোবাসা জাত, ধর্ম, বর্ণ, বয়স, ভিন্ন দেশ ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি কিছুই তোয়াক্কা করে না। এ রকমটা আমরা সবসময় শুনে আসছি। আসলে কি তাই? তবে ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। তেমনি এক অসম প্রেমের গল্প যা হার মানিয়েছে নাটক কিংবা সিনেমা কেও।
ইতালিয়ান এবং বাংলাদেশি ভিন্ন সংস্কৃতির প্রেমিক-প্রেমিকার সফল প্রণয়ের নান্দনিক পরিণয়ে ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির খবর ভাসছে আনন্দ ও প্রশংসায়।
জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছরের তরুণী সুমাইয়ারা তুরিন সিটির পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যয়নরত অবস্থায় বছর কয়েক আগে পরিচয় হয় ইতালিয়ান পুলিশ দোমেনিকোর সাথে। ইতালির প্রাচীনতম রাজধানী তোরিনো ধীরে ধীরে তাঁদের ভালোলাগা থেকে ভালোবাসা এরপর শেষ পরিণয় বিয়েতে।
সবশেষ গত ১৪ সেপ্টেম্বর সোমবার দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় তারা বিবাহবন্ধনে আবদ্ব হন। বিয়ের অনুষ্ঠানে বর ইউনিফর্ম পরেন, আর লাল রঙের শাড়ি পরেন সুমাইয়ারা।
দীর্ঘ দিন প্রেমের পর বিয়ে ইতালির গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার পর আলোচনা তৈরি হয়েছে। ‘প্রাচ্যের সুন্দরী রাজকুমারী’ শিরোনামে ইতালির গণমাধ্যমে বাংলাদেশি তরুণীর প্রশাংসা করা হয়েছে।
ইতালিয়ান নাগরিক বর দোমেনিকো তামবুররিনো ইতালিয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পুলিশ ফোর্স ‘ক্যারাবিনিয়ারি’র মার্শাল হিসেবে কর্মরত রয়েছেন উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন (তোরিনো) প্রভিন্সে।
স্থানীয়রা জানিয়েছেন, করোনার কারণে বাংলাদেশের সাথে ইতালির ফ্লাইট বন্ধ থাকায় সুমাইয়ার পরিবারের কেউ বিয়েতে অংশগ্রহণ করতে পারেনি। বাংলাদেশি তরুণীর ইতালিতে পুলিশ সদস্যকে বিয়ে করার ঘটনা এটিই প্রথম।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।