
গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২৬ জুলাই রোববার জাতীয় মৎস্য পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উ পস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুবুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: নাজমা বেগম, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খান ও সাংবাদিক এসএম নাজমুল হোসেন প্রমূখ।