
নিজের মেয়েক মারধরে বাধা দেয়ায় পাশের বাসার রনি মিয়া (১১) নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করেন ফয়েজ মিয়া নামে এক ব্যক্তি। গত ১৬ এপ্রিল রাজধানীর খিলগাঁও থানাধীন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আশিয়ান সিটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার চারদিন পর গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রনি। পুলিশ বেসরকারি ওই হাসপাতাল থেকে নিহত কিশোরের লাশ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করে এবং পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত রনি রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করত। করোনায় লকডাউন দেয়ার পর সে মাস্ক বিক্রি শুরু করে। রনি কিশোরগঞ্জের অষ্টগ্রামের রায়হান মিয়ার একমাত্র ছেলে। বর্তমানে সে বাবা-মায়ের সঙ্গে খিলগাঁও মধ্যপাড়া এলাকায় বসবাস করত। খিলগাঁও থানার এসআই মিজানুর রহমান জানান, গত ১৬ এপ্রিল ফয়েজ মিয়া নিজের মেয়েকে মারধর করছিলেন। সেসময় পাশের বাসায় কিশোর রনি মিয়া তাতে বাধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে ফয়েজ ঘরে থাকা প্লাস্টিকের বড় মূর্তি দিয়ে রনিকে বেধড়ক মারপিট করেন। এতে রনি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার চারদিন পর আহত রনি মারা যায়। নিহতের চাচা অহিদুল ইসলাম জানান, ফয়েজ তার ভাতিজা রনিকে মারধর করে। এতেই রনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেয়া হয়। তবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। তিনি অভিযুক্ত ফয়েজের বিচার দাবি করেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।