
রাজধানীর মিপুর পল্লবী এলাকা থেকে দুলাল (৫০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পল্লবী ইস্টার্ন হাউসিং এলাকার একটি খালি প্লট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুলালের সঙ্গে থাকা অটোরিকশা ছিনতাই করে তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, দলাল শরীয়তপুর নড়িয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আলী জানান, নিহত দুলাল অটোরিকশা চালক ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই পরিত্যক্ত প্লটে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তাও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করবেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।