
ঢাকার রামপুরাস্থ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও এস বি সি ফাউন্ডেশনের সহযোগীতায় পূর্ব রামপুরা, মোল্লাবাড়ি কাঁচা বাজার এলাকার শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১০ জানুয়ারি রোববার বিকেলে পূর্ব রাপুরার বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন চত্বর থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রাকিবুল হাসান। এস বি সি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুর রহমান, মোঃ সুমন প্রমূখ।
প্রধান অতিথি মুফতি রাকিবুল হাসান বলেন, ইসলাম শান্তির ধর্ম, তা আমরা মুসলমানগণ আমাদের কর্মের মাঝ দিয়ে প্রমান করতে পারলে আল্লাহর রহমত পাওয়ার সাথে আমাদের পাশের মানুষ গুলো উপকৃত হবে। মনে রাখবেন মুমিনের প্রতিটি কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য।