
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর নোয়াখালী জেলায় বীমা দাবীর চেক হস্তান্তর ও বার্ষিক ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, বিএম শওকত আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্রাঞ্চ কন্ট্রোল সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক উন্নয়ন প্রশাসন মোঃ নওশের আলী নাঈম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক খলিলুর রহমান দুলাল, সৈয়দ সুলতান মাহমুদ জুয়েল, এনামুল হক এনাম। এসময় উপস্থিত কোম্পানির ঊর্ধতন কর্মকর্তা বৃন্দ।