
“করোনা ভাইরাস সংক্রমণ” (কোভিট-১৯) প্রাদুর্ভাবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদে ২ হাজার ৭ জন কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে নেজামপুর ইউপি পরিষদ চত্বরে এ চাউল বিতরণ করা হয়। “করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে” ৫ জন ব্যক্তিকে একসাথে ৫০ কেজির একটি করে চাউলের বস্তা তুলে দেন।
চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিনুল হক, প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, সচিব আবুল করিম, ইউপি সদস্য, তাজউদ্দিন ফটিক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জোসনারা খাতুন, রেখা বেগম, অহিদা খাতুন ও গ্রাম পুলিশগণ।