বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শিবচরে সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীক গ্রেফতার

শিবচরে সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আল আমিন র‌্যাবের হাতে গ্রেফতার। ছবি-দৈনিক হুংকার।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের আভিযানিক দল র‌্যাব গোয়েন্দা শাখার সহায়তায় গত ১৪ মে ২০২৩ তারিখ সকাল ০৮.৩৫ ঘটিকার সময় ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত প্রধান আসামী, মোঃ আল আমিন @ তুফান শেখ @ রাসেল (২৭), পিতা- বেলায়েত খান, মাতা- হেলেনা বেগম @ হিরু, সাং-জাদুয়ারচর, থানা-শিবচর, জেলা- মাদারীপুর কে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, আসামি মোঃ আল আমিনের সাথে তার সৎ ভাই নিহত সোহেল মল্লিকের ব্যবসা বাণিজ্য নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলমান ছিল। এরই ধারাবাহিকতায় রাগের বশবর্তী হয়ে আসামী আল আমিন পরিকল্পিত ভাবে সোহেল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গত ০৮/০৮ ২০১৩ তারিখ, রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলার শিবচর থানাধীন তার নিজ বসত বাড়ীতে হত্যা করে ঘরের ভিতর খাটের নিচে লেপ ও বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ৯ বছর উক্ত হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি পলাতক থাকার বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ক্যাম্প বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার প্রধান আসামীকে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে এ ঘটনায় নিহতের পিতা ছিদ্দিক মল্লিক (৬৫), মাদারীপুর জেলার শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং-০৮, তারিখ- ০৯/০৮/২০১৩ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।