শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

অসহায় ও দরিদ্রদের মাঝে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

অসহায় ও দরিদ্রদের মাঝে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ।

অসহায় ও দরিদ্র জনসাধারনের মাঝে কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি রবিবার কোস্টগার্ড সদর দপ্তর চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংঘের সভানেত্রী বেগম মুসলিমা চৌধুরী।
রবিবার বিকেলে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান,বিএন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিজিএফডব্লিউএ কর্তৃক বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোন ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৯ জানুয়ারি রবিবার কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী বেগম মুসলিমা চৌধুরী কোস্টগার্ড সদর দপ্তর প্রাঙ্গনে গরীব, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের সূচনা করেন। এসময় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আত্ততাধীন উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের এরকম জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।