
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন জন সেবাই হচ্ছে আমার একমাত্র মিশন ও ভিশন। তার ব্যক্তিগত ফেইসবুক পেইজে এক স্টাটাসে তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালের পর আমাকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী করার দাবী ও অনুরোধ জানিয়ে বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি প্রত্যক্ষ করছি গত ক’দিন ধরে। বৈশ্বিক মহামারি করোনার থাবায় বিপন্ন মানবতার কঠিন মুহুর্তে আমার প্রতি আবেগ ও ভালোবাসার বশবর্তী হয়ে এই ধরণের দাবী ও অনুরোধকে আমি যথোপযুক্ত মনে করিনা। সুতরাং এ ধরণের দাবী ও অনুরোধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আহবান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত সিদ্ধান্তের উপর আস্থা রাখার জন্য। তিনি যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী হিসেবে দু’ দু’বার সাতকানিয়া-লোহাগাড়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বশক্তি দিয়ে এলাকার উন্নয়নে ও জনগণের কল্যাণে কাজ করেছি এবং করে যাচ্ছি। জনসেবা হচ্ছে আমার একমাত্র মিশন ও ভিশন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |