
সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান, কু্য়েত এবং আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র সকল নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সে ভার্চুয়াল সভা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ডঃ আবদুস সোবাহান গোলাপ।
ডাঃ রেজা ও সৈয়দ মাসুদ রানার সার্বিক সহযোগীতা এবং সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সভাটি। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রবাসী বান্ধব নেতা ড. আবদুস সোবহান গোলাপ এমপিকে মধ্যপ্রাচ্য আওয়ামী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।
মধ্য প্রাচ্যের নেতৃবৃন্দ বলেন করোনা মহামারীতে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং খোঁজ খবর নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আস্থাভাজন গোলাপ ভাইকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে একইভাবে আমাদের সুখে দুখে পাশে পাব ইনশাআল্লাহ।