
জীবনের জয়গান
নাজমুল হুদা
হঠাৎ থমকে যাওয়া পৃথিবীতে, চমকে যাওয়া মানুষের প্রাণে
আতঙ্ক ভয়, ছুটছে ফের ঘরের কোণে।
পাল্টে যাওয়া প্রকৃতি অপ্রস্তুত মনে ভীতি আনমনে
অচেনা লাগে সব, যেন অসম জীবনের মানে।
বাস্তবতায় ডুবে ব্যস্ততার দোহাই কখনো আড়ষ্টতা কমেনি
পাশেই ছিল কাছের মানুষ, ঘনিষ্টতা জমেনি।
কত কথা জমে ছিল অতো সময় কই?
এখন বলব সব, নিরব ঘরের কোণে রই।
উঠোন থেকে উঠে আসা সবুজ লাউয়ের ডগা, টিনের চালে কুমড়ো ফুল
পুকুর পাড়ের সজনে গাছের সারি, ফুটন্ত আমের মুকুল
কিংবা চড়ুইয়ের চালাকি, দোয়েল শালিকের কলরব
কতদিন কিছুই হয় না কো শোনা, ফেলে আসা সেই সব রঙিন শৈশব-
আহ!
এরপর বেসুরো নগরে বিরামহীন ইঁদুর দৌড়, ইটের গায়ে লেগে থাকা ঘাম
ব্যালকনিতে ঝুলে থাকা টব, ছাদের কোণায় কিংবা শখের বারান্দায় কষ্টের ছাপ মুছে অবিরাম
সাপ-লুডুর পৃথিবীতে বেঁচে থাকার যুদ্ধ; অবরুদ্ধ সময়
অদৃশ্য শত্রুর ছায়ায়, নিরুপায় মানুষের করুণ আহ্বান
প্রকৃতির পরিচর্যা, প্রার্থনা ও মায়ায় শুনি জীবনের জয়গান।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।